Category কবিতা প্রহর

আমার কী অপরাধ?

আমার ঘুম না আসা রাতআমার একলা ফাঁকা হাতআমার বুকের বাঁয়ে স্মৃতির ঘায়েনিত্য ব্যথার নাদ;বলো, আমার কী অপরাধ? আমার ঘাম জমা এই কাঁধআমার নিঃস্ব-নিশার সাধআমার অশ্রু-সজল চোখের কাজলবন্যা-বাণের বাঁধ;বলো, আমার কী অপরাধ? আমার দুখ জমানোর ফাঁদআমার ক্ষয় হওয়া আহ্লাদআমার গুমোট রাতের…